হ্যাঁ ১৮-৫-২০২১ইং আমাদের "Answer bangla সাইট এর যাত্রা শুরু। আশাকরি ইনশাল্লাহ আমাদের লক্ষ ও উদ্দেশ্য সফল হবে ইনশাল্লাহ। আমরা আমাদের কাঙ্খিত লক্ষে পৌঁছে যাব। আশাকরি সবাই আমাদের সাহায্য করবেন এগিয়ে যেতে।
আমাদের লক্ষ ও উদ্দেশ্য হলো বিজ্ঞানের এই যুকে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের সমস্যা সমাধান করা। আশাকরি আমাদের সাথে সবাই ঐক্যবদ্ধ হয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ।
আশাকরি আপনারা Answer bangla এর পাশে থাকবেন Answer bangla কে সবসময় সাহায্য করবেন। Answer bangla কে নিয়ে স্বপ্ন দেখবেন! Answer bangla কে দিয়ে মানুষকে স্বপ্ন দেখাবেন। আমরা সবসময় আপনাদের সাহায্য করার জন্যেই প্রস্তুত থাকব। আশাকরি আপনারাও সবসময় Answer bangla কে সাহায্য করবেন। সবসময় ভালো থাকবেন সবসময় answer bangla কে ভালো রাখবেন আশাকরি।
উদ্দেশ্য ছাড়া কখন পৃথিবীর কেউ কোনো কাজ করে না, তেমনেই আমরাও উদ্দেশ্য নিয়েই মাঠে নেমেছি আশাকরি আমাদের উদ্দেশ্য বিধাতা সফল করবেন আপনাদের মাধ্যমে। তাই আমরাও কখন হাল ছাড়ব না, আমারও সবসময় লেগেই থাকব।
এই প্রশ্নের উত্তরে আমি অনেক কিছু ভুলভাল লিখেছি দয়াকরে কেউ মাইন্ড করবেন না। আসলে অনেকটা মজা করেই আবাল তাবাল লিখে ফেলেছি। আশাকরি সাথেই থাকবেন।