ভূমিকা : পূর্ব দিগন্তে আলােকের বিজয় ঘােষণার পুর্বেই সমগ্র পৃথিবী আমাদের দুয়ারে এসে করাঘাত করে। সংবাদপত্র
হচ্ছে সেই ক্ষুদ্র পৃথিবী।
যারা সংবাদপত্রের সঠিক তারা একদিন উহা পড়তে না পেলে অত্যন্তঅস্বস্তিবােধ করেন। সংবাদপত্রের ইতিহাস জানা যায়।
ইতিহাস পাঠে জানা যায় যে, অনেকের মতে ১১শ শতকে প্রথম চীন দেশে সংবাদপত্রের প্রচলন ঘটে। আবার কারাে মতে, ইউরােপের ভেনিসে প্রথম সংবাদপত্র প্রচলিত হয়।
আধুনিক সভ্যতার বাহন : সংবাদপত্র আজ আধুনিক সভ্যতার বাহন। আধুনিক কালের মানুষের জীবন জিজ্ঞাসার প্রকাশ। বেতার বা টেলিভিশনের কথাও এ প্রসঙ্গে আসতে পারে। বতার, টেলিভিশনেও আমরা পৃথিবীর খবরাখবর পাই। কিন্তু তা সংবাদপত্রের মতাে পূর্ণাঙ্গ নয়। একটি সংবাদপত্রে যেমন দেশ-বিদেশ, শহর-গ্রাম সব জায়গার, সব মানুষের প্রধান-অপ্রধান, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক সব ধরনের খবর প্রকাশিত হয়, অন্য কোন প্রচার মাধ্যমে তা হয় না। এছাড়া এখনাে মানুষ যা শােনে তাকে নিজের চোখে দেখতে চায়। বেতার, টেলিভিশনের প্রচারিত খবর সংবাদপত্রে মুদ্রিত হলে মানুষ তাকে আরাে বিশ্বাসযােগ্যভাবে গ্রহণ করে।
বাংলাদেশে সংবাদপত্রের ইতিহাস : আমাদের দেশে সংবাদপত্রের লেখা অত্যন্ত সমৃদ্ধ। দৈনিক ইত্তেফাব দৈনিক সংবাদ, দৈনিক ইনকিলাব, দৈনিক যুগান্তর, দৈনিক প্রথম আলাে, দৈনিক খবর, দৈনিক সংগ্রাম, নয়াদিগনত, দৈনিক আমার দেশ ইত্যাদি ছাড়াও আরাে অনেক দৈনিক ও সাপ্তাহিক সংবাদপত্র রয়েছে। আজকের
দিনে শধ রাজধানী থেকেই সংবাদপত্র প্রকাশিত হচ্ছে না, রাজধানীর বাইরে- বিভিন্ন জেলা শহর থেকে নিয়মিতভাবে সাপ্তাহিক এমনকি দৈনিক বেরুচ্ছে। স্থানীয় সংবাদের সঙ্গে সঙ্গে এগুলাে জাতীয় ও আন্তর্জাতিক সর্বপ্রথম কোন দেশে এবং কোথায় সংবাদ প্রকাশিত হয়েছিল, তা সঠিকভাবে জানা দৈনিক খবরও প্রকাশ করছে।
বিশ্বে সংবাদ সরবরাহকারী প্রতিষ্ঠানসমূহ : পৃথিবীতে অনেকগুলাে সংবাদ সরবরাহকারী প্রতিষ্ঠান রয়েছে।
এ এফ.পি: রয়টার; এপি; বিবিসি প্রভৃতি আন্তজীতিক প্রতিষ্ঠান সংবাদ সরবরাহ করে। ইসলামী উম্মাহর প্রতিনিধিত্বকারী সংবাদ সংস্থার নাম ইন্টারন্যাশনাল ইসলামিক নিউজ এজেন্সী। বাংলাদেশে
সংবাদ সরবরাহকারী প্রতিষ্ঠান: বাংলাদেশের প্রধান দুটি সংবাদ সরবরাহকারী প্রতিষ্ঠান হচ্ছে বাসস ও ইউ.এন.বি।
উপসংহার : সংবাদপত্র আধুনিক জীবন ব্যবথায় মানুষের নিত্যসক্গী। সারা বিশ্বের বাণী নিয়ে আসে সংবাদপত্র। ব্যক্তি ও জাতীয় জঁনে এর প্রভাব অপারসাম। তাই সংবাদপত্র নিরপেক্ষ হওয়া বাঞ্জনীয়।