একাধিক ভিটামিন একত্রে।
বিয়াভিন্ন ভিটামিন যেমন এ, বি, সি, ডি, ই প্রভৃতির ভিন্ন ভিন্ন ট্যবলেট/ক্যাপসুল বা সিরাপ পাওয়া যায়।
আবার অনেকগুলো ভিটামিন একত্রিত করেও ওষুধ/সাপ্লিমেন্ট তৈরি করা হয়।
এগুলোকেই মাল্টিভিটামিন বলে।
মাল্টি ভিটামিন গুলোতে ভিটামিন ছাড়াও বিভিন্ন খনিজ(মিনারেলস), এন্টি-অক্সিডেন্টস, প্রভৃতি মিশ্রিত থাকে। এগুলো শরীরের বিভিন্ন খনিজ ও ভিটামিনের অভাব পূরন করে শরীর সুস্থ রাখতে সহায়তা করে