ধন্যবাদ Answer bangla এর প্রশ্নকর্তা আপনার এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য!
একটি ওয়েবসাইট বা ওয়েবডেবেলপার এর সবচেয়ে মূল্যবান স্বপ্ন হলো ওয়েবসাইট এ এডসেন্স Approved করা তবে এডসেন্স একটি সাধারণ বিষয় নয় এডসেন্স পেতে হলে Google এডসেন্স এর সকল নীয়ম বা শর্ত পূর্ণ করতে হবে।
আসুন তাহলে আমরা জেনে নেই কিভাবে সহজে একটি সাইট এডসেন্স Approved করানো যায়!
প্রথম: আপনার সাইটে সর্বপ্রথম ভালো করে ডিজাইন করতে হবে। ভালো এবং সুুুুন্দর ডিজাইন করতে হবেে। দেখতে ভালো দেখায় এরকম করতে হবে। ভালো থীম প্লাইনগ ব্যবহার করতে হবে। মোবাইল ফোন দিয়ে যাতে সহজে ব্যবহার করা যায় এরকম মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট করতে হবে। ব্যবহারকারী যাতে সহজে ব্যবহার করতে পারে এরকম করতে হবে। পছন্দের সাইট তৈরি করতে হবে এডসেন্স নামের সোনার হরিণ পাওয়ার জন্য।
দ্বিতীয় : আপনার সাইটে ট্রাফিক বাড়ানোর চেষ্টা করবেন, যদিও ওয়েবসাইট এ এডসেন্স Approved হওয়ার সাথে সাইটের ট্রাফিকের কোনো সম্পর্ক নাই। কোনো ট্রাফিক বা ভিও না থাকলেও সাইটে এডসেন্স Approved হয়। তবে ট্রাফিক থাকলে (ভিও) থাকলে সাইটে অন্য সমস্যা Google কর্তৃপক্ষ ধরবে না এডসেন্স এপরুভ করে দিবে। আশাকরি বুঝতে পেরেছেন।
তৃতীয় : এডসেন্স এপরুভ হবার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো সাইটের কন্টেন্ট, ব্লগ বা প্রশ্নোত্তর। তাই আপনার সাইটে এডসেন্স পেতে হলে প্রথমেই আপনাকে যা করতে হবে তা হলো আপনার সাইটে বেশি করে ইউনিক আর্টিকেল পাবলিশ করতে হবে। নিয়মিত আপনাকে আর্টিকেল লিখতে হবে। কারো কাছ থেকে আর্টিকেল কপি করা যাবে না। কপি করলে এডসেন্স এপরুভ হবে না। আশাকরি বুঝতে পেরেছেন। কন্টেন্ট লিখতে থাকুন আপনার সাইটেও এডসেন্স এপরুভ হবে ইনশাআল্লাহ।