আল্ট্রাসোনোগ্রাফি একপ্রকার মেডিক্যাল পরীক্ষা যাতে আলট্রা সাউন্ড অর্থাৎ উচ্চমাত্রার শব্দ তরঙ্গ রোগীর দেহে পাঠিয়ে তা থেকে প্রাপ্ত প্রতিধ্বনিকে সনোগ্রাফির সাহায্যে দ্বিমাত্রিক চিত্রে পরিনত করা হয়।
আপনারা যদি সতর্কের সাথে সেক্স করে থাকেন, অর্থাৎ যদি সে আপনার ভিতরে বীর্য ত্যাগ না করে থাকে অথবা করলেও আপনারা ৭২ ঘন্টার মধ্যে বার্থকন্ট্রোল ওষুধ খেয়ে থাকেন তাহলে কোনও ভয় নেই। আরা আপনি যদি প্রেগন্যান্ট হতেন তাইলে আপনার ব্লিডিং হতো না।
কিন্তু এখানেও কথা আছে, ব্লিডিং মানেই যে পিরিয়ডের ব্লিডিং তা নয় কিন্তু।