লিঙ্গ উত্তেজিত হলে লিঙ্গ দিয়ে যে পানির মতো তরল আসে তা হলো কামরস যা আশা স্বাভাবিক। তবে শারীরিক ভাবে দুর্বল হলে ইহা অতি সামান্য উত্তেজনায় বের হয় ইহা তেমন কোন সমস্যার মধ্যে পরে না ও শরীরের কোন ক্ষতি হয় না। তাই এর কোন চিকিৎসা গ্রহন করার প্রয়োজন নেই। এই কামরসের জন্য দ্রুত্ব বীর্যপাত ঘটে না বরং বীর্য পাতলা হলেই দ্রুত্ব বীর্যপাত হয়।(বীর্যপাতলা হওয়ার মূল কারন হলো হস্তমৈথুন করা) হ্যা যাদের বীর্য গাঢ় তারা বেশ কিছু সময় ধরে সহবাস করতে পারবেন।(বীর্য গাঢ় হবে যদি সেই ব্যক্তি হস্তমৈথুন না করে ও নিয়মিত দুধ, স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খায়।) যেহেতু আপনার এখন কোন সমস্যা নেই তাহলে খারাপ অভ্যাস টি যেনো আর শুরু না করেন। যদি আপনি বিয়ে না করেন তাহলে এখন স্বাভাবিক জীবন জাপন করেন এখন যৌন ও সেক্সুয়াল, বিষয়ে চিন্তাভাবনা বাদ দিন। নিয়মিত ভালো কিছু খাওয়ার চেস্টা করবেন।