উত্তর ভূমিকা : ইসলামের বিপরীতে ইসলামের নাম ব্যবহারকারী যেসব ভ্রান্ত মতবাদ রয়েছে, তন্মধ্যে শিয়া মতবাদ অন্যতম। এ মতবাদের অনুসারীগণ ইসলামি দাওয়াতের ব্যাপক ক্ষতি সাধন করছে।
শিয়া সম্প্রদায়ের আকীদা বা বিশ্বাসসমূহ : ইসলামি দাওয়াতের বিরুদ্ধে অপতৎপরতায় লিপ্ত সম্প্রদায়ের মধ্যে শিয়ারা অন্যতম। এরা রাসূল (সা.) ও সাহাবিদের সম্পর্কে নানারকম বিভ্রান্তি ছড়ায়। নিম্নে শিয়াদের আকীদাসমূহ উল্লেখ করা হলাে :
১. শিয়াদের মতে, নবীদের ন্যায় ইমামগণও আল্লাহর পক্ষ থেকে মনােনীত।
২. শিয়াদের মতে- ইমামগণকে নবীদের মত নিষ্পাপ হতে হবে।
৩. তাদেব বিশ্বাস যে, ইমামগণ হালাল বিষয়কে হারাম এবং হারাম বিষয়কে হালাল করতে পারে।
৪. ইমামদের এমন জ্ঞান আছে, যা নবী ও ফেরেশতাদেরও নেই।
৫. শিয়াগণ বিশ্বাস করে যে, ইমামগণ মৃত্যুর খবর জানেন এবং তাদের মৃত্যু তাদের স্বীয় ইচ্ছানুসারে হয়।
৬. তাদের মতে, ইমামগণ মানুষকে জান্নাতে বা জাহান্নামে প্রেরণ করতে পারেন।
৭. শিয়াদের মতে ইমামকে অস্বীকারকারী কাফির বলে পরিগণিত হবে।
৮. তারা ইসলামের তিন খলিফাকে কাফির ও ধর্মত্যাগী মনে করে।
৯. তারা হযরত আয়েশা (রা.) ও হযরত হাফসা (রা.) কে মুনাফিক মনে করে। (নাউযুবিল্লাহ)
১০. শিয়াগণ গাইরুল্লাহর ইবাদতে বিশ্বাসী।
উপসংহার :পরিশেষে বলা যায়, শিয়াদের মতবাদসমূহ ইসলামের বিপরীত এবং ইসলামের সাথে সাংঘর্ষিক। এরা
হলাে ইসলামের অপ্রকাশ্য শত্ৰু। এদের সম্পর্কে দাঈদের সচেতন থাকতে হবে।