উত্তর ভূমিকা : দাওয়াতের মাধ্যমেই ইসলাম প্রতিষ্ঠালাভ করেছে। তাই বর্তমানেও সারা বিশ্বে এ দাওয়াতের কাজ অব্যাহত রয়েছে। তবে আধুনিক বিশ্বে দাওয়াত প্রচারের মাধ্যম বিস্তত লাভ করেছে। এসব মাধ্যমে সারা বিশ্ব ইসলামি দাওয়াতি কাজ পরিচালিত হচ্ছে।
আধুনিক বিশ্বে ইসলামি দাওয়ার মাধ্যম সমূহ : আধুনিক বিশ্বে যেসব মাধ্যমে ইসলামি দাওয়ার কাজ পরিচালিত হচ্ছে তা নিম্নে উল্লেখ করা হলাে :
১. মৌখিকভাবে : মানুষের দ্বারে দ্বারে গিয়ে মৌখিকভাবে দাওয়াতের কাজ শুরু হয়েছিল। বর্তমানে এ মাধ্যমটি অব্যাহত আছে। বর্তমান বিশ্বেও ব্যক্তিগতভাবে, সামষ্টিকভাবে মানুষের কাছে গিয়ে মৌখিকভাবে দাওয়াত পৌঁছানাের কাজটি সম্পন্ন হচ্ছে।
২. বক্তৃতা-বিবৃতির মাধ্যমে : বর্তমানে দাওয়াহ প্রচারের জন্য রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন সংগঠন গড়ে উঠেছে। এসব সংগঠন বক্তৃতা, বিবৃতি ইত্যাদির মাধ্যমে দাওয়াহ প্রচার করছে।
৩. পত্র-পত্রিকা : পত্র পত্রিকা আধুনিক বিশ্বে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। অধিকাংশ শিক্ষত মানুষের পত্রিকা না পড়লে দিন কাটে না। তাই বিভিন্ন ইসলামি পত্র-পত্রিকার মাধ্যমেও ইসলামি দাওয়াহ প্রচারিত হচ্ছে।
৪. প্রকাশনার মাধ্যমে : বর্তমানে প্রকাশনার মাধ্যমেও দাওয়াহ প্রচারিত হচ্ছে। বই-পুস্তক ছাপানোে, লিফলেট প্রকাশ, বিভিন্ন গবেষণাধর্মী লেখা প্রকাশ ইসলামি সাহিত্য রচনা প্রভৃতি প্রকাশ করার মাধ্যমে আধুনিক বিশ্বে ইসলামি দাওয়াহ প্রচারিত হচ্ছে।
৫. মিডিয়া মাধ্যমে : আধুনিক বিশ্বে তথ্য প্রকাশের সর্বাধিক জনপ্রিয় মাধ্যম হচ্ছে মিডিয়া। প্রিন্টমিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, ইত্যাদির মাধ্যমে বিশ্বের একপ্রান্ত থেকে অপর প্রান্তে মুহূর্তের মধ্যে তথ্য ছড়িয়ে পড়ে। তাই মিডিয়ার মাধ্যমেও আধুনিক বিশ্বে ইসলামি দাওয়ার কাজ প্রচারিত হচ্ছে। এসব মিডিয়ার মধ্যে রয়েছে রেডিও, টেলিভিশন, স্যাটেলাইট টেলিভিশন, ইন্টারনেট ইত্যাদি। যেমন ভারতের ডা. জাকির নায়েক টেলিভিশনের মাধ্যমে ইসলামি দাওয়াহ প্রচার করছে।
উপসংহার : পরিশেষে বলা যায়, আধুনিক বিশ্বে বিভিন্ন মাধ্যমে ইসলামি দাওয়া প্রচারিত হচ্ছে। তবে মিডিয়াতে প্রচারের ক্ষেত্রে মুসলমানগণ পিছিয়ে আছে। সর্বাধিক জনপ্রিয় এ মাধ্যম দাওয়াহ প্রচারের জন্য মুসলমানদের আরাে সচেতন ও সক্রিয় হতে হবে।