উত্তর। ভূমিকা : ইসলাম একটি সর্বজনীন জীবন ব্যবস্থা। এর প্রচার কার্যক্রম কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, ইসলামের প্রাথমিক যুগ থেকে বিভিন্ন মাধ্যমে তা প্রচারিত হয়ে আসছে এবং বর্তমান যুগেও তা বিভিন্ন উপায় ও মাধ্যত প্রচারিত হচ্ছে।
নিম্নে আধুনিক যুগের দাওয়াতি মাধ্যমগুলাে উল্লেখ করা হলাে:
১. সংস্থাকেন্দ্রিক দাওয়াত। যেমন- রাবেতাতুল আলামিন আল-ইসলাম, আল-মাজলিসুল আলামি লিদ-দাওয়াতি্
ইসলাম প্রভৃতি।
২. সংগঠনকেন্দ্রিক দাওয়াত। যেমন- ইখওয়ানুল মুসলিমীন, জামায়াত ইসলামি, জামাতে তাবলীগ ইত্যাদি
৩. প্রাতিষ্ঠানিক দাওয়াত। যেমন- দারুল উলুম, নদওয়াতুল উলামা, দারুল উলুম দেওবন্দ, মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়।
৪. ব্যক্তিকেন্দ্রিক দাওয়াত। যেমন- ভারতে হযরত মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী, বাংলাদেশে সৈয়ন আলী আশরাফ, কাতারে ড. ইউসুফ আলী কারযাভী।
৫. স্যাটেলাইটভিত্তিক দাওয়াত। যেমন- আল-জাজিরা টেলিভিশন, পিস টিভি, ইসলামিক টিভি ইত্যাদি।
৬. প্রকাশনাভিত্তিক দাওয়াতি কাজ। যেমন- মাসিক মদিনা পত্রিকা।
উপসংহার : পরিশেষে বলা যায়, বর্তমান প্রযুক্তির যুগে দাওয়াহ প্রচারের বিভিন্ন মাধ্যম রয়েছে। ইসলামি বিধিবিধানের আওতায় থেকে এসব মাধ্যমে দাওয়াহ প্রচার করতে হবে। তাহলে ইসলামি দাওয়াহ সফলতা লাভ কররে।