আপনি কি কারনে এই ক্যাপসুল খেতে চাচ্ছেন তা ক্লিয়ার করে বলুন।এটি প্রধানত একটি ভিটামিন 'ই' সমৃদ্ধ ক্যাপসুল। এটি সেবনে শরীরে ভাটামিন 'ই' এর অভাব পূরন হয়। চুল পড়া বন্ধ হয় এছাড়াও অন্যান্য সমস্যা সমাধান এ কাজ করে।আপনি আপনার সমস্যা চিকিৎসক কে জানিয়ে দিন ও প্রেসক্রিপশন করে নিন।।নিজে থেকে কোন মেডিসিন সাজেসট করবেন না হিতে বিপরিত হতে পারে যা ক্ষতিকারক প্রভাব ফেলার সম্ভাবনা থাকে। সুতারাং আপনার ডাক্তারের সাথে আলোচনা করুন।