সবাই চায় স্তন ছোট করতে অার অাপনি চাচ্ছেন বড় করতে বুঝলাম না৷ যাইহোক না কেন। স্তন মেয়েদের বয়স ও গঠন অনুযায়ী অটোমেটিকলি বড় হয়ে যায়। এটা নিয়ে চিন্তার কোন কারন নেই। ওনাকে নিয়মিত পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে বলুন৷ অার বিয়ের কিছুদিন পর এমনিতেই বড় হয়ে যাবে। স্তন ঝুলে গেলে এটা করতে পারেন, সপ্তাহে ৩দিন করে ২মাস স্তনে মধু মালিশ করাবেন। অাশা করি ভাল ফল পাবেন।