আপনার প্রশ্নের উত্তর:
মেয়েদের যৌনউত্তেজন ঔষধ অবশ্যই আছে । তবে ডাক্তারের পরামর্শ ছাড় এই ধরনের যৌনউত্তেজন ঔষধ সেবন করা বিপদের তারণ হতে পারে। তাই আমি বলব এই ধরনের ঔষধ সেবন করা উচিত হবে না। এই ধরনের ঔষধ সেবন করা বা কাউকে করানো থেকে বিরত থাকুন।
দেখুন একটা মেয়ের সহবাস করার বয়স যদিও ১৮+ বয়সে করা যায় তবে জুর করা এটা করানো ঠিক হবে না। সমাজ, রাষ্ট্র, ধর্ম সব ক্ষেত্রেই এর বাধাঁ আছে। এখন যদি আপনি অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে ঔষধ খাওয়িয়ে বা জোরপূর্বক সহবাস করেন তাহলে মিত্যু পর্যন্ত ঘটতে পারে। আপনি এই অপরাধের জন্য সৃষ্টি করতার কাছে যেমন দায়বদ্ধ থাকবেন তেমনিই সমাজ, রাষ্ট, ধর্ম, মানবতা সবকিছুর কাছেই দায়বদ্ধ থাকবেন। তাই এই ধরনের মনোভাব ত্যাগ করুন।
আর যৌনউত্তেজক সকল ঔষধেই রয়েছে অনেক মারাত্মক পার্শপ্রতিক্রিয়া । ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ভাবেই এ ধরনের ঔষধ সেবন করা উচিত না। তাই এভ ধরনের মনোভাব ত্যাগ করুন।
তাই দয়াকরে মন থেকে এসব চিন্তা ঝেড়ে ফেলুন। আর এইভাবে কোনো ঔষধের নাম বলা উচিত হবে না, কেউ বলবে না এতে আপনি বা অন্যকেউ মারাত্মক বিপদে পড়তে পারেন। আশাকরি বুঝতে পেরেছেন। আপনার জন্য সুভ কামনা রইল। সম্ভব হলে দ্রুতই বিয়ে করে ফেলুন।