কবিরুল ইসলাম
রাগ মানুষকে ধ্বংস করে রাগ এনে দেয় ক্ষতি, রাগী মানুষ ভালােবাসা পাবেনা এক রতি। রাগের ফলে শত্রু হবে আশপাশের সবাই, রাগেই শেষে অনেক স্বপ্ন দেয় করে দেয় জবাই। রাগ নিয়ন্ত্রণ যে পারেনা সময় মতাে করতে, সে পারেনা নতুন করে বন্ধু নতুন গড়তে। রাগ হলেতাে হেরে গিয়ে কপাল পুরা সাজে, অনেক সময় রাগী মানুষ ব্যর্থ হবে কাজে। রাগ দমনে তৎপরতা জ্ঞানী হতে পারে, ভালােবাসায় এই পৃথিবীরসকল কিছু হারে। মিষ্টি কথা রাগের সময়তিক্ত মনে হবে, নিয়ন্ত্রণহীন রাগের ফলে লাঞ্ছিত হয় ভবে।