আধুনিক সুবিধা হিসেবে মােবাইলে যেসব সুবিধা পাওয়া যাচ্ছে সেগুলাে হলাে:
১. এর মাধ্যমে দেশ বা বিদেশের যেকোনাে মােবাইল ফোন ব্যবহারকারীর কাছে এসএমএস বা ক্ষুদেবার্তা প্রেরণ ও
গ্রহণ করা যায়।
২. এর মাধ্যমে দেশ বা বিদেশের যেকোনাে মােবাইল ফোন ব্যবহারকারীর কাছে মাল্টিমিডিয়া মেসেজ বা এমএমএস
প্রেরণ ও গ্রহণ করা যায়।
৩. এর মাধ্যমে ই-মেইল গ্রহণ ও প্রেরণ করা যায়।
৪. ভিডিও কল করা যায়।
৫. ভয়েস ও ভিডিও চ্যাটিং করা যায়।
৬. গান শােনা ও ভিডিও দেখা যায়।
৭. অডিও ও ভিডিও রেকর্ড করা যায়।
৮. বুটুথ ও ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহার করে তথ্য আদান-প্রদান করা যায়।
৯. ইন্টারনেট ব্রাউজ করা যায়।
১০. গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস এর সুবিধা উপভােগ করা যায় ইত্যাদি।
তাছাড়াও মোবাইল ফোনের মধ্যে রয়েছে নানা সুভিধা।