পরাগনালী পুংজনন কোষকে ফুলের গর্ভাশয়ে বহন করে। পরাগরেণুর কেন্দ্রিকাটি মাইটোটিক পদ্ধতিতে বিভাজিত হয়ে একটি বড়কোষ ও একটি ক্ষুদ্রকোষ সৃষ্টি করে। বড় কোষটিকে নালিকোষ এবং ক্ষুদ্র কোষটিকে জেনারেটিভ কোষ বলে যা দুটি পুংজনন কোষ উৎপন্ন করে। অন্যদিকে নালিকোষটি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পরাগনালি গঠন করে।