তারপর থেকে নিয়মিত (২৬ তারিখ থেকে) ovostat gold খাওয়াইতেছি।
কিন্তু আজকে ১০ তারিখ হয়ে গেল মাসিক হচ্ছে না।
আমরা এখন বাচ্চা নিতে চাই না।
এখন করনীয় কি?
আমার ওয়াইফের মাসিক হয় ৩ তারিখে এবং শেষ হয় ৮ তারিখে।
আমি ২৫ তারিখে বাসায় আসি এবং রাতে ovostat gold
এর পাতা থেকে একটা পিল খাওয়াই এবং রাতে আমরা মিলিত হই।
তারপরের দিন অর্থ্যৎ ২৫ তারিখে একটা ইমকন খাওয়াই ওভার সিউর হওয়ার জন্য যেন গর্ভে বাচ্চা না আসে।
২৫ তারিখে আর ovostat gold খাওয়াই নাই।