ধন্যবাদ প্রশ্ন করার জন্য।
যেহেতু ওনার ২১ টা পিল খাওয়া শেষ হয়েছে তাই অপেক্ষা করুন ওনার মিন্স হলে আবার একই নিয়মে নতুন পাতার পিলখাবেন এবং সাদা পিল খাওয়াকালিন সময়ে মিলন করুন সমস্যা নেই। আসা করি বুঝতে পারছেন। পরবর্তীতে আপনার কোণ সমস্যা হলে বা কোন কিছু জানার থাকলে আমাদের Bissoy Answer এ প্রশ্নে জানাবেন বা আমাকে Call (কল) করুন আসা করি আমি চেষ্টা করবো আপনাকে সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করতে ।ধন্যবাদ বিস্ময়ের সাথে থাকার জন্য।
না এই পিল খাওয়াকালিন সময়ে কনডম ব্যতীত মিলন করা যাবে না ।তাছাড়া এই সময়ে মিলন করা যাবে না ।কেনো না এই সময় আপনার স্ত্রীর মাসিক হবে আর মাসিক চলাকালিন সময়ে মিলন করা নিশেধ ইসলাম ও চিকিৎসা বিজ্ঞান পরামর্শে। কাজেই এই সময়ে মিলন করবেন না।