ধন্যবাদ প্রশ্ন করার জন্য
সম্মুখিন হলে অবশ্যই দ্রুত চিকিৎসকের কাছে বা হাসপাতালে যেতে হবে।আসলে এই রক্ত পাত আসতে পারে সতি পর্দা ছিড়ে বা কারো সাথে জোর পূর্বক মিলনে যোনি সাইট ফেটে আসতে পারে যা যোনির তুলনায় পেনিসের সাইজ মোটা হলে এরকম সমস্যা দেখা দিতে পারে।
জ্বি বের হতে পারে। অর্থাৎ কোণ নারী জীবনে প্রথম মিলন করলে তার যোণি রক্তপাত হতে পারে তবে সাবার ক্ষেত্রেই যে হবে তা কিন্তু না বা সকল নারীর প্রথম মিলনে রক্তপাত হতেই হবে তাও কিন্তু না ।