যদি প্রথম মিলন হয় তাহলে রক্তপাত মিলনের কারনে এসেথাকবে । কাজেই এনিয়ে চিন্তা করবেন না । আর হ্যা মিলনে কনডম থাকায় প্রেগন্যান্সির সম্ভাবনা থাকবে না যদি কনডম অক্ষত থাকে । আর হ্যা এখন যোণি জ্বালাপোড়া করলে বা ব্যথা করলে চিকিৎসকের পরামর্শে মেডিসিন নিন। আসা করি বুঝতে পারছেন।