আপনি দিনে কত পরিমান পানি পান করেন? আপনার ডায়াবেটিস আছে কিনা যাচাই করেন। আপনার প্রস্রাবে জ্বালাপোড়া আছে কিনা ? প্রস্রাব অতিরিক্ত দূর্গন্ধ করে কিনা? এসব বিস্তারিত জানিয়ে দিলে পরামর্শ দেওয়া যেতো কিন্তু আপনি এসব তেমন কিছু বলেন নি । কাজেই ভালো হবে আপনি এসব বিস্তারিত তথ্য জানিয়ে দিন একজন মেডিসিন বিভাগের ডাক্তার কে ।প্রয়োজনে ওনি বিশেষজ্ঞ চিকিৎসককে রেফার করবেন । তবে আগে আপনার ইউরিন টেস্ট করবেন ও ব্লাড টেস্ট করবেন ডায়াবেটিস টেস্ট আরকি। তাহলে হয়তো সমস্যা বুঝতে পারবেন । আর এসব রিপোর্ট ভালো না হলে আপনি মুত্রনালি সংক্রামন ও কিডনি রোগ বিভাগের ডাক্তার দেখাবেন ।