আপনি আরো ২/৩ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করুন এর মধ্যে মাসিক না হলে প্রেগন্যান্সি টেস্ট করবেন । কেনোনা কন্ডম ফেটে বা কোন ভুলের জন্যেও বীর্য যোনিতে গেলে প্রেগন্যান্সির সম্ভাবনা থেকেই যায়। এছাড়াও মাসিক অন্যান্য কারন বসত মিসিং হতে পারে। কাজেই এখন কোন পিল বা মেডিসিন নিবেন না ।