আপনার নাম দেখে মনে হচ্ছে আপনি মুসলমান। তাই আপনি নিশ্চয়ই জানেন ভ্রুন হত্যা মহাপাপ। একটু কস্ট হলে ও আপনার উচিত ভ্রন হত্যা না করা। দেখবেন এর বিনিময়ে আল্লাহ আপনার সব কিছু সহজ করে দিবে। আর তা না হলে এমন ও হতে পারে আপনি জিবনে হয়তো আর কোন দিন বাবা হতে পারবেন না, অথবা আপনার স্ত্রী আর কখনো মা হতে পারবে না।