যেহতু প্রতিমাসের ১৬-১৮ তারিখে মাসিক হয় সেক্ষেত্রে ২৩ তারিখে অর্থাৎ মাসিকের পর সহবাস করা ঠিক হয় নি।। আর যেহেতু এখনো মাসিক হয় নি সে ক্ষেত্রে আগামী ১২ দিন অপেক্ষা করুন এর মধ্যে মাসিক হলে প্রেগন্যান্ট হবেন না । আর মাসিক বন্ধ হলে প্রেগন্যান্সি টেস্ট করবেন।