আসলে মাসিক মিস হওয়ার কিছু কারন আছে সে গুলো হলো
-
রক্তশুন্যতা ও আয়রনের অভাব
-
মানুসিক দুশ্চিন্তা।
-
যোনি সংক্রান্ত ইনফেকশন,
-
হরমোন জনিত সমস্যা থাকলে।
-
প্রজনন অঙ্গে কোন ধরণের শারীরিক সমস্যা থাকলেও মাসিক বন্ধ হতে পারে
-
মাসিক অনিয়মিত হলে মাসিক মিস হয়( ২/৩ মাস পর পর মাসিক হতেপারে বা মাসে কয়েক বার মাসিক হতে পারে)
সেক্ষেত্রে আপনি প্রথমত স্বাস্থ্যসেবা কমিউনিটি ক্লিনিকে যোগাযোগ করুন সে খানকার ডক্তার আপনাকে চিকিৎসা দিবে। তার পরেও সমস্যা সমাধান না হলে গাইনি ডাক্তারের পরামর্শ নিবেন। ইহাতে অবহেলা করবেন না। কারন মাসিকে ঝামেলা হলে সন্তান জন্মদানে সমস্যা হতে পারে। যেহেতু আপনি অবিবাহিতা সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শে আয়রন ট্যাবলেট খাবেন, পুষ্টিকর খাবার খাবেন কোন দুশ্চিন্তা করবেন না।