আপু যেহেতু আপনার মাসিক আগে থেকেই ঠক ছিলো সেক্ষেত্রে এ মাসে মাসিক মিস হওয়ার অন্য কারন হতে পারে যেমন
-
মুত্রথলিতে ইনফেকশন হলে।
-
অনিয়মিত মাসিক হলে।
-
হরমোন জনিত সমস্যা থাকলে।
-
পলিসিস্টিক ওভারি সিনড্রোম থাকলে।
-
প্রজনন অঙ্গে কোন ধরণের শারীরিক সমস্যা থাকলে বা ভিটামিন বি, আয়রন, ক্যালসিয়াম, শারীরিক দুর্বলতা, অমানুষিক দুশ্চিন্তার কারনেও মাসিকে অনিয়ম হতে পারে।
-
হঠাৎ করে বা দ্রুততার সাথে ওজন কমতে থাকলে মাসিক বন্ধ হয়ে যেতে পারে।
উপরোক্ত কারনেও হঠাৎ করে মাসিক বন্ধ হয়ে যেতে পারে। তবে যেহেতু আপনার এখনো বিয়ে হয় নি সেক্ষেত্রে আপনি স্বাস্থ্য ও সেবা ক্লিনিক এ যেতে পারেন সেখানে ডাক্তার আছে। সেখানে ডাক্তাররা আপনাকে ফ্রি চিকিৎসা দিবেন।