হ্যা বাল্যকাল থেকেই হস্তমৈথুন করলে ত্বকে ব্রন সহ নানান সমস্যা দেখা দেয়। সুতারাং হস্তমৈথুন করা থেকে বিরত থাকুন। তবে শুধু হস্তমৈথুন এর কারনেই যে ব্রন হয় তা কিন্তু নয়। হস্তমৈথুন এর কারনে ব্রনের পরিমান বৃদ্ধি পেতে পারে কিন্তু সুস্থ্য ত্বকের ব্যক্তি হস্তমৈথুন করলে তার ব্রন হবে না। যাদের ব্রন হয়েছেন তারা হস্তমৈথুন করলে ব্রনের পরিমান বেড়ে যেতে পারে।এর কারন হস্তমৈথুন এর ফলে শরীরে ভিটামিন এর অভাব হয়। তাই ব্রন হলে চিকিৎসক গন ভিটামিন সমৃদ্ধ খাবার ও পানি বেশি খেতে বলেন।