আপনি যখন হস্তমৈথুন করবেন তখন লিঙ্গ অস্বাভাবিকভাবে ঘর্ষন করবেন ফলে লিঙ্গের টিস্যুগুলো ক্ষতিগ্রস্থ হয়।অন্য দিকে সহবাসে যোনিতে লিঙ্গ ঘর্ষন করেন ।যোনিতে প্রাকৃতিকভাবে সহবাস সহজ করার জন্য তরল ক্ষরন হয় যার ফলে লিঙ্গে তেমন ক্ষতি হয়না।এছাড়া যোনি কোমল যার ফলে লিঙ্গে তেমন চাপ পড়ে না। অন্যদিকে আপনি যখন হাত দিয়ে অস্বাভাবিকভাবে লিঙ্গ ঘর্ষন করবেন তখন হাতে সেই তরল,কোমলতা অনুপস্থিত।