প্রেম হলো আবেগ
কারো প্রতি অদৃশ্য মায়া। যাকে অযথাই কল্পনা করা। কাউকে নিয়ে স্বপ্নে ঘর বাধা।
এসবই প্রেম এ পড়লে হয়। আর তার যদি এসব হয় তবে সে কারো প্রেমে পড়েছে
এখন কথা হলো সে বোঝে কিনা। ভাই এটা তার নিজ বুদ্ধিমত্তার বিষয়।সে কোনো বিষয়ে কতোটা বোঝে। সে যদি এসব ফিল করতে অয়ারে তবে সে সব ই বোঝে