মাসিকে অতিরিক্ত ব্যথা ও কিছু শারীরিক ও মানসিক উপসর্গ দেখা দেয়। এগুলোকে বলে প্রি-মেন্সট্রুয়াল সিনড্রোম (পিএমসএস)। পিরিয়ডের পাঁচ থেকে সাত দিন আগে তলপেটে ব্যথা,বমি ভাব,অরুচি সহ নানান উপসর্গ দেখা দিতে পারে।এর কারন ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের অনুপাতের তারতম্য কারনে এরকম হয়ে থাকে।
প্রয়োজনে প্যারাসিটামল খেতে পারেন তাহলে ব্যথাটি অনেক অংশেই চলে যাবে। যদি এরকম ব্যথা প্রতিনিয়ত হয় তাহলে গাইনি চিকিৎসক এর কাছে যাবেন।
ধন্যবাদ।