আপনার স্ত্রি ভ্রমনের প্রয়োজনে মাসিক অফ রাখছে এবং এখন এই অবস্থায় আপনারা কন্ডম ছাড়া সহবাস করতে পারবেন না এতে প্রেগন্যান্ট হতে পারে।
স্বল্পমেয়াদী জন্মবিরতীকরন ফেমিকন/ইত্যাদি পিল গুলো সাধারণত পিরিয়ডের প্রথম দিন থেকে পঞ্চম দিনের মধ্যে যে কোনও দিন পিল খাওয়া শুরু করা যেতে পারে। প্রতিদিন রাত্রে খাবার খাওয়ার পর নির্দিষ্ট পিলটি(তির চিহ্ন হতে) খেতে হবে। পর পর ২১ দিন খেতে হবে। তারপর এক সপ্তাহ বন্ধ রেখে আবার নতুন প্যাকেট শুরু করতে হবে একই নিয়মে।
অর্থাৎ যেহেতু আপনারা ছুটিতে আছেন সেক্ষেত্রে যদি মাসিকের দিন না হয় বা মাসিকের ৩/২ দিন আগে হয় তাহলে সেইদিন হতে আগামী ২১ দিন পর্যন্ত সাদা পিল গুলো নিয়মিতভাবে খাওয়াবেন এবং পিল খাওয়াকালিন মিলন করলে প্রেগন্যান্ট হবে না। উক্ত সাদা পিল খাওয়া শেষ হলে লালা পিল খাওয়াবেন এর পর মাসিক হলে লালা পিল খাওয়া বন্ধ রাখবেন।