স্ত্রীর তল পেটে ব্যথা এবং হালকা পেট ফুলে গেছে এরকম হতে পারে মাসিক চলাকালীন বা মাসিক শুরুর ২/৩ দিন আগ থেকে এরকম হওয়া মাসিকের পূর্বের লক্ষন বলা যেতে পারে। যদি আপনার স্ত্রীর মাসিক না হয় বা এখনো হয় নি তাহলে অপেক্ষা করুন মাসিক ক্লিয়ার হলেই সব সমাধান হবে। এ অবস্থায় যতই গ্যাসের ট্যাবলেট খান না কেন উপকার পাবেন বলে আমার মনে হয় না। তবে তবুও ওনাকে pantonix ২0 mg খেতে বলুন সকালে ও রাতে খালিপেটে সাথে এইচ(প্যারাসিটামল) ১+১+১ খেতে বলুন । আশা করি কমে যাবে তবে অপেক্ষা করুন মাসিক হলেই বা মাসিক ক্লিয়ার হলেই সব সমস্যা সমাধান হবে।