এটি একটি মানসিক বিকৃতি।এখানে দোষী ব্যক্তিটি হবে পূর্ণবয়স্ক, যাদের সন্তান রয়েছে৷ ভিকটিম হবে ১৮ বছর এর নিচে।যদি ভিকটিমের কনসেন্ট নিয়েও যৌনকর্ম করে তবুও এটাকে দোষী হিসেবেই ধরা হবে।
♦পেডোফেলিকদের শিকার কারা?
★অবুঝ (একদিনের বাচ্চা থেকে তিন বছরের বাচ্চা)।
★অভাবী (যাদের পিতামাতার খাবার কিংবা খেলনা ইত্যাদি কিনে দেবার সাধ্য থাকে না)।
★মানসিকরোগে আক্রান্ত শিশু।
★জ্ঞানহীন শিশু (হাসপাতালে জ্ঞানহীন শিশুকেও হাসপাতালের কর্মচারী দ্বারা ধর্ষনের ইতিহাস আছে)।
শিকার শুধু মেয়ে হবে এমন নয়।দেখা গেছে - ২০% ক্ষেত্রে ছেলেরাও ধর্ষনের শিকার হয়।