আসলে অতিরিক্ত রক্তস্রাব গেলে গাইনি চিকিৎসক এর পরামর্শ নেওয়া উত্তম কেনো না। এতে অতিরিক্ত রক্তস্রাব এ শরীরে নানান সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। অতিরিক্ত রক্তস্রাব, এ রক্তশল্পতা ,ভিটামিন আয়নের অভাব, ফলে শারীরিক দূর্বলতা, মাথা চক্কর দেওয়া ইত্যাদি সমস্যা প্রকাশ পেতে পারে। কাজেই অতিরিক্ত রক্তস্রাব হলে খুব দ্রুত চিকিৎসক এর পরামর্শ নেওয়া উচিৎ।