যাদের জীবন ও প্রাণ আছে এবং জনন করতে পারে তারাই জীব ।
প্রাণীরাও জীব এবং তারা একস্থান থেকে অন্যস্থানে যেতে পারে ।
উদ্ভিদরাও জীব ; তাদেরও প্রাণ আছে , জনন করে কিন্তু প্রাণীদের মত অন্যত্র চলাচল করতে পারে না ।
সুতরাং বলা যেতে পারে সব প্রাণীরাই জীব কিন্তু সব জীব প্রাণী নই