ধন্যবাদ প্রশ্ন করার জন্য,
ওয়ালাইকম সালাম | আপনার বেবির জ্বর এর জন্য নাপা সিরাপেও জ্বর না কমলে চিকিৎসকের পরামর্শে এনটিবায়োটিক সিরাপ সেবন করাবেন তাহলে জ্বর চলে যাবে | তবে এতো তারাতারি এই সিরাপ নেওয়া উচিৎ হবে না আপনি আগে আপনার বেবিকে নাপা সিরাপ 2 দিন খাওয়ান 3 বেলা করে | বাচ্চার গা ভিজা তোয়ালে দিয়ে মুছে দিবেন, বাচ্চাকে ঠান্ডা লাগাবেন না | এখানে প্রেসক্রিপসন করে দেওয়া সম্ভব না | জ্বর বৃদ্ধি পেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ খাওয়াবেন | আসা করি বুঝতে পারছেন|