ধন্যবাদ প্রশ্ন করার জন্য। প্রথমত বলি যে নির্দিষ্ট করে ঘুমের কোন মেডিসিন নেই।তবে যেগুলো ট্যাবলেট রেজিস্টার চিকিৎসক গন প্রেসক্রিপশন করে থাকেন ওসব মুলত মানসিক উদ্বেগ ও আতঙ্কগ্রস্ত,ভয় ভিতী,মৃগী সহ ডিপ্রেশন, এসব সমস্যা যদি কোন রুগির মধ্যে দেখা যায় তখন চিকিৎসক Alprazolam বা Clonazepam জাতীয় ঔষধ প্রেসক্রিপশন করেন।কিন্তু এসব ঔষধ নির্দিষ্ট ভাবেই ঘুমের নয়। ঘুম হচ্ছে প্রকৃতির দান যা সন্ধা বা রাত হলেই অটোমেটিক ভাবেই চোঁখে ঘুম আসে।