ক্যালসিয়াম আমাদের দেহের হাড় মজবুত করার গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। আমাদের শরীরের প্রায় ৯৯% ক্যালসিয়াম থাকে হাড়ে, কিছু থাকে দাঁতে, কিছু সফট টিস্যুতে এবং কিছু ফ্লুইডের মধ্যে থাকে। তাই হাড় মজবুতভাবে গঠনে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন।
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক ব্যাক্তির ৭০০ মিলিগ্রাম ক্যালসিয়াম খাওয়ার প্রয়োজন হয়। তবে গর্ভাবস্থায় একজন মেয়ের এবং যেসব মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়ান তাঁদের বেলায় ৭০০ মিলিগ্রাম ক্যালসিয়ামের চেয়ে আরো বেশি ক্যালসিয়াম খাওয়ার প্রয়োজন। তবে এর পাশাপাশি ভিটামিন ডি-ও খেতে হবে। কারণ ভিটামিন ডি শরীরের ক্যালসিয়ামকে শোষণ করতে সাহায্য করে।