মাসিক চক্র বলতে কোন এক মাসে মাসিকের প্রথম দিনের তারিখ থেকে পরবর্তী মাসে মাসিকের প্রথম দিনের তারিখের মধ্যবর্তী সময়কালকে বোঝায়। এর গড় সময়কাল সাধারণত ২৮ দিন হয়ে থাকে। তবে ক্ষেত্র বিশেষে মাসিক চক্রের সময়কাল ভিন্ন হতে পারে। যেমনঃ তা প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ২১ থেকে ৩৫ দিন আবার কিশোরীদের ক্ষেত্রে এই সময়কাল ২১ থেকে ৪৫ দিনের মধ্যে হয়ে থাকে। চক্রটি নিয়মিত হতে মাসিক প্রথমবার শুরুর পর ২ বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে।