উত্তর : মাদকবিরােধী প্রতিরােধমূলক ব্যবস্থা গ্রহণে ধর্মীয় ওনৈতিক সম্ভতানদের ছােটবেলা থেকেই ধর্মীয় ও নৈতিক মূল্যবােধের শিক্ষা দান করে মাদকবিরােধী প্রতিরােধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব।
ধর্মীয় ও নৈতিক শিক্ষা মানবজীবনের ভালাে ও খারাপ দিকগুলাে চিনতে সহায়তা করে। ফলে কিশাের- কিশােরীরা মন্দ কাজ থেকে বিরত থাকে এবং ভালাে শিক্ষার কোনাে বিকল্প নেই। কাজের প্রতি আগ্রহী হয়।