উত্তর : স্কুল-কলেজ ও মাদরাসাগামী মেয়েদের পড়ালেখা বন্ধ হওয়ার অন্যতম প্রধান কারণ হলাে ইভটিজিং বা মেয়েদের প্রতি অশ্লীল ও অশােভন আচরণ। কিশাের অপরাধীদের উৎপাতে মেয়েরা নিরাপদে স্কুল- কলেজ ও মাদরাসায় যেতে পারে না। তারা মেয়েদের প্রতি অশ্লীল ও অশােভন উক্তি করে। বখাটে কিশােরদের অন্যায় ও অশ্লীল কাজের কু প্রস্তাব দেয়।