মাইটোসিস বিভাজন প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে ঘটে।উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু যেমন-কান্ড,মূলের অগ্রভাগ,ভ্রুনমুকুল ও ভ্রুনমূল,বর্ধনশীল পাতা,মুকুল ইত্যাদিতে এ রকম বিভাজন দেখা যায়।প্রাণিদেহের দেহকোষে,ভ্রুণের পরিবর্ধনের সময়,নিম্নশ্রেণির প্রাণীর ও উদ্ভিদের অযৌন জননের সময় এ ধরনের বিভাজন দেখা যায়।