মূলত ১৩ থেকে ১৯ বছরের যে বয়সটা তাকেই টীনজ (বয়ঃসন্ধিকাল) বলে। আর যারা এ বয়সটাতে আছে তাদের বলে টীনেজারস্। এই বয়সটাতে পরিচিত পৃথিবীটা অন্যরকম মনে হয়। বুকের ভিতর থাকে তীব্র আবেগ। সহজ বিষয়টাকে মনে হয় জটিল, জটিল বিষয়টাকে মনে হয় দুর্বোধ্য। শরীরে নতুন নতুন হরমোন খেলা করে, মনে নানা ধরণের ভাল-মন্দ চিন্তা ভাবনার উদয় হয়, তখন তাদের চিন্তার নিজস্ব জগৎকে পাল্টে দেয়।