মস্তিষ্কের টিউমার বা শরীরের অন্য কোনো জায়গায় মেটালিক ঘাটতি থাকলে মৃগী রোগ হয়ে থাকে। তবে সাধারণত এই রোগের যখন কোনো কারণ পাওয়া যায় না তখন সেটাকে প্রাইমারী এপিলেপসি বলা হয়।এছাড়াও মস্তিষ্কে টিউমারজনিত কারণে মৃগী রোগ যেকোনো বয়সেই হতে পারে। বংশগত কোনো কারণে এই রোগ সাধারণত হয় না।