এসব ব্যাক্টেরিয়া আক্রমণ এর কারনে হয়ে থাকে যা খালিপায়ে থাকলে বা খালিপায়ে চলাফেরা করলে। আপনি সব সময় স্যান্ডেল ব্যবহার করবেন তবে স্যান্ডেল হবে শক্ত ও পাতলা স্যান্ডেল গুলো নরম স্যান্ডেল ব্যবহার করবেন না পাশাপাশি পায়ের তালায় নারকেল তেল লাগাবেন বিশেষ করে রাতে ঘুমানোর সময় লাগাবেন।