যেসব আইন নির্দিষ্ট ধরনের আচরণের পর্যায়ে বিশেষ কিছু কার্য সম্পাদন ও পরিহার করাকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং এজন্য শাস্তির বিধান করেছে, সেসব আইনকে দন্ডবিধি বলা হয়। সাধারণ অর্থে, একটি সমাজের স্বাধীন জনগোষ্ঠী এবং প্রতিষ্ঠিত মূল্যবোধসমূহকে রক্ষা করার লক্ষ্যেই ফৌজদারি অপরাধসমূহের উপর নিষেধাজ্ঞা আরোপ ও করা হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশে যেসকল ফৌজদারি দন্ডবিধি চালু আছে সেগুলোর মধ্যে রয়েছে: দন্ডবিধি ১৮৬০, গবাদি পশুর অনধিকার প্রবেশ আইন ১৮৭১, অস্ত্র আইন ১৮৭৮, বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭, দুর্নীতি দমন আইন ১৯৫৭, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪, যৌতুক নিরোধ আইন ১৯৮০, মাদক (নিয়ন্ত্রণ) আইন ১৯৯০, নারী ও শিশু নির্যাতন (বিশেষ বিধান) আইন ১৯৯৫।