ইসলাম ধর্মমতে সর্বপ্রথম নামাজ আদি পিতা বা প্রথম পুরুষ আদম (আলাঃ) পড়েছিলে। তাঁকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা জান্নাত থেকে বিতাড়িত করে পৃথিবীতে পাঠান তখন পৃথিবীতে রাত ছিল। এই রাত্রের অন্ধকারে আদম (আলাঃ) ভীত হয়ে পড়েন। এরপর ভোরের আলো বের হলে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বরুপ নামাজ পড়েন।