How can HIV and AIDS Spreads?
এইডস প্রতিরােধযােগ্য ভয়ংকর একটি সংক্রামক ব্যাধি। HIV/AIDS সংক্রামিত হবার কারণগুলাে হলো-
(ক) Sexual Transmission; (*) Transmission through blood: () Mother to child transmission.
AtG CI ব্যাখ্যা করা হলাে :
ক. অরক্ষিত যৌন মিলন : HIV আক্রান্ত পরুষ অথবা মহিলাদের সাথে অরক্ষিত যৌন মিলনের (Unprotected sexual intercourse) মাধ্যমে AIDS বেশি ছড়ায় । AIDS আক্রান্ত ব্যক্তিদের শতকরা ৭৫ জন অবধি ও অসচেতন যৌন মিলনের মাধ্যমে আক্রান্ত হয়েছে। Vasinal এবং ০ral উভয় ধরনের যৌন মিলনের মাধ্যমে এ রােগ সংক্রামিত হতে পারে।
খ. রক্তের মাধ্যমে : আক্রান্ত ব্যক্তির রক্ত বা রক্তজাত সামগ্রী শরীরে গ্রহণের মাধ্যমে এইডস ছড়ায়। আক্রান্ত ব্যাক্তর ব্যবহৃত সুচ বা সিরিঞ্জ ও অন্যান্য অপারেশনের যন্ত্রপাতি জীবাণুমুক্ত না করে পুনরায় ব্যবহার করলে। আক্রন্ত ব্যাক্তর সিরিঞ্জ, রেজার ব্লেড বা ক্ষুর জীবাণুমুক্ত না করে পুনরায় ব্যবহার করলে।
গ. আক্রান্ত মায়ের মাধ্যমে : HIV আক্রান্ত মা গর্ভধারণের ফলে শিশুদের মধ্যে এ রােগ ছড়াতে পারে। শিশুর জন্মের পূর্বে গভাবস্থায় বা জন্মের পরেও আক্রান্ত হতে পারে। একে Vertical Transmission বলা হয়। ব্যক্তির রক্ত বা রক্তজাত সামগ্রী শরীরে গ্রহণের মাধ্যমে এইডস ছড়ায়।
ঘ. অন্যান্য কারণ : নগরায়ন, শিল্পায়ন, অভিবাসন প্রভৃতি এইচআইভি/এইডস দ্রুত বিস্তারের অন্যতম কারণ। ভ্রাম্যমাণ শ্রমিক, উদ্বাস্তু, যানবাহন শ্রমিক, জেলে, পর্যটক, খনি শ্রমিক এবং দরিদ্র মানুষ এইচআইভি/এইডস-এর জন্য বেশি ঝুঁকির সম্মুখীন। এ শ্রেণির মানুষ জীবনমান সম্পর্কে সাধারণত সচেতন নয়, দরিদ্র বিধায় সুযােগ-সুবিধা থেকে বঞ্চিত, প্রয়ােজনীয় তথ্য এদের কাছে সহজলভ্য নয়। এরা পরিবার থেকে বিচ্ছিন্ন থাকে। এ কারণে তারা যৌনকর্মীদের সান্নিধ্যে বেশি আসে, আবার এদের মধ্যে ইন্টারভেনাস ড্রাগ ব্যবহারের প্রবণতাও বেশি।
HIV সংক্রমিত হলেও নিচে উল্লিখিত মাধ্যমে ছড়ায় না:
ক. আক্রান্ত ব্যক্তির শ্বাসপ্রশ্বাস, হাঁচি, কাশি বা থুথুর মাধ্যমে;
খ. সাধারণ মেলামেশা, করমর্দন, কোলাকুলি একসাথে গল্প করা বা চলাফেরার মাধ্যমে;
গ. কীটপতঙ্গ, মাছি ও মশার কামড়ে;
ঘ. একই বাড়িতে বসবাস, একই বিছানায় ঘুমালে বা একই পায়খানা ব্যবহার;
ঙ. জামাকাপড়, তােয়ালে/গামছা বা বিছানার চাদর ব্যবহারে;
চ. একই থালা-বাসন ব্যবহার, একই গ্লাসে পানি বা একই কাপে চা পান করলে;
ছ. এইডস ভাইরাসযুক্ত ও রক্তজাত সামগ্রী গ্রহণের মাধ্যমে।