ইংরেজি ইভ শব্দটি বাইবেলের ইভ শব্দ থেকে এসেছে। পৃথিবীর আদিমানবী হওয়াকে ইভ নামে অভিহিত করা হয়। আর টিজিং হলাে উত্তক্তকরণ বা জ্বালাতন। নারীর প্রতি আক্রমণাত্মক আচরণ এবং নারীকে হয়রানি করাকে ইভটিজিং বলে।
অন্য এক ধারণা মতে ইংরেজি শব্দ ইভ অর্থ- কিনারা, ধার, তীর, প্রান্ত বা ধার। আর কোন প্রান্ত, ধার বা কিনারা বা তীরে দাঁড়িয়ে পুরুষ কর্তৃক নারীকে উত্তক্ত করাই ইভটিজিং। সাধারণত কোন পুরুষের আচার আচরণে যখন কোন নারী শারীরিক ও মানসিক অস্বাভাবিকতার মুখােমুখি হয় তখন তাকে ইভটিজিং বলে ।